July 30, 2025, 11:45 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শোকের মাস আগষ্টের ৫ম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে ফুলে ফুলে ভরে ওঠে প্রিয় নেতার সমাধি স্থল।
আজ শনিবার (০৫ আগষ্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মো: জাকির হোসেন। এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কবির হোসেন, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: গোলাম সারওয়ার, আমরা একাত্তর, বঙ্গবন্ধু সৈনিকলীগ পূবালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটি, বঙ্গবন্ধু সৈনিকলীগ ঝিনাইদাহ জেলা শাখা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন, এনআইএমসি আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণের কর্মকর্তা, বান্দরবান পৌরসভার নব নির্বাচিত মেয়র সামসুল ইসলাম, বাংলাদেশ ইতিহাস সম্মেলনী বরিশাল বিভাগ, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে আলাদা আলাদা ভাবে মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করে।
এসময় বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন সভাপতি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম হাবিবুর রহমান ভূঁইয়া, গোপালগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো: কামরুল হাসান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, শাবির সহকারী প্রক্টর আবদুল্লাহ আল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান টুঙ্গিপাড়ায় এসে পৌঁছায়। এসময় শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়ে ওঠে পুরো সমাধিস্থল। যে যেভাবে পেরেছে প্রিয় নেতা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এতে ফুলে ফুলে ভরে ওঠে প্রিয় নেতার সমাধি স্থল। #