প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়ার পরিবারের পাশে জেলা পরিষদ

(রিপন ওঝা,মহালছড়ি)

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে থাকবে। তারই অংশ হিসেবে তাঁর মরণোত্তর ধর্মীয় শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আজ শনিবার বিকেলে পরিষদ’র মাননীয় চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু কর্তৃক অনুদানের চেক পরিবারের নিকট হস্তান্তর করেছেন।

এময়ে জেলা পরিষদ’র জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী প্রয়াতের স্ত্রী উর্মি বড়ুয়া’র হাতে এই অনুদান হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী; সাংবাদিক পলাশ বড়ুয়া অসুস্থ হবার পর থেকেই খোঁজ-খবর রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বার্তাবাহক মাধ্যমে জানান প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে থাকার জন্য মাননীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মহতী এ সময়ে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান এবং নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত যে, উপজেলার বাসীর কাছে মানবিক কলম যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন। পলাশ বড়ুয়া দীর্ঘ দুইযুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি একাধারে কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। সাংবাদিক পলাশ বড়ুয়া স্ত্রী ও দুই পুত্র সন্তান, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি নিরহংকারী, নির্লোভী, সদালাপী, বিনয়ী ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *