ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।। পাইকগাছায় স্বাধীনতার স্হপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেনের ৭৪তম জন্মবার্ষিকী উপজেলা প্রসাশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রসাশন শহীদ স্মৃতি স্তম্ভে মাল্যেদান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রন্জন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, আঃ গফুর,পল্লী স য় ব্যাংকের প্রধান জয়ন্ত ঘোষ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুবকদের মধ্যে চেক ও গাছের চারা বিতরণ করেন।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে
শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল হোসেনের ৭৪তম জন্মবার্ষিকী দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত।
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুউদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ও কৃষক লীগের সদস্য সচিব ময়নুল ইসলাম, লস্কর ইউপি চেয়ারম্যান কে আরিফুজ্জামান তুহিন, লতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, এস এম রেজাউল হক, এস এম শামসুর রহমান, সেহেন্দু বিকাশ, গৌরাঙ্গ মন্ডল, জগদীশ রায়, মোঃ মিজানুর রহমান মিজান, এম এম আজিজুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, দীপক কুমার মন্ডল, আকরামুল ইসলাম, শেখ জুলি, নাজমা কামাল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগের আহবায়ক শেখ জিয়াউর রহমান প্রমুখ্য।
Leave a Reply