মহেশপুরে দত্তনগর বিএডিসির গোকুলনগর খামারের উপ-পরিচালকের বিরুদ্ধে তদন্ত

শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ-
এশিয়া মহাদেশের বৃহতম বীজ উৎপাদন ঝিনাইদহের মহেশপুরে দত্তনগর বিএডিসির গোকুলনগর খামারে অবস্থিত চলমান বাবুর পুকুরটি মাছ চাষের জন্য টেন্ডার নিয়ে মাটি খনন করা সহ পাড় বাঁধা ও পুকুরের গাভীতে থাকা পড়ে যাওয়া ছোট বড় ৩টি গাছের গুড়ি ও ডাল পালা চুরি হয়ে যাওয়া সহ গাছ বিক্রি করার অভিযোগে বিএডিসির যুগ্ন পরিচালক কামরুজ্জামান শাহিন বিএডিসির হেড অফিস বরাবর লিখিত অভিযোগ দায়ের করায় গোকুল নগর খামারের উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথের বিরুদ্ধে ঢাকা বিএডিসির হেড অফিসের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা যুগ্ন পরিচালক শওকত আলী ও সাথে সহকারী ফিরোজ আহাম্মেদ গত ২ ও ৩ আগষ্ট স্বরজমিনে এসে তদন্ত শুরু করেছে। যার তদন্ত রিপোর্ট আগামী সোমবারে বিএডিসির প্রধান অফিসে জমা দেওয়া হবে বলে জানা যায়। এবিষয়ে গোকুলনগর খামারের উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ এর সাথে কথা বললে তিনি জানান, আমি গত ২৯-৫-২০২৩ ইং তারিখে যোগদান করি এবং গোকুলনগর খামারের চলমান বাবুর পুকুরটি মাছ চাষের জন্যে গত ৮-৬-২০২৩ ইং তারিখে দরপত্রের মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশে সর্বোচ্চ দরদাতা ২ লাখ ২১ হাজার ৫ শত টাকায় ইজারাটি পায়। যাহা গত ১৬ -৭ ২০২৩ ইং তারিখে টেন্ডারটি অনুমোদন পেয়েছে। তিনি আরো জানান পুকুরের গাভীতে পড়ে যাওয়া কিছু গাছ হারিয়ে গিয়াছে যার জন্য আমি নিজেই বাদী হয়ে গত ৩১ জুলাই মহেশপুর থানায় একটি জিডি করা হয়েছে। যার নং ১৪৭১ এছাড়া কিছু গাছের ডাল পালা দিয়ে পুকুরের গাভী প্যালা দেওয়া হয়েছে এবং অবসৃষ্ঠ গাছের গুড়ি ও মোটা ডাল গুলো খামারের মধ্যে সংরক্ষিত আছে। এবিষয়ে টেন্ডার প্রাপ্তিরা জানান পুকুরটি মাছ চাষে অনুপযোগী ছিলো তাই আমরা পুকুরটির চতুর দিকে গাভী বাঁধা সহ একটু পরিস্কার করে দিয়েছি। এছাড়া উপ-পরিচালকের দিক নির্দেশনায় গাভি পাড়ের পাশে একটি নিচু জমি মাটি ভরাট করে চাষের উপযোগী করে দিয়েছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *