মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের দায়ের কোপে ফুফাতো ভাই বোন আহত

মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা উত্তর পাড়া এরশাদ মিয়ার বাড়ী তে গত ১৪ ই জুলাই রাতে এরশাদ মিয়ার সমন্দি জমি সংক্রান্তের জের ধরে ঘটনার সময় জীবিত আঃ কুদ্দুস ডাকাতি সহ একাধিক মামলার আসামি কুদ্দুস আপন বোনের বাড়ীতে এসে বোনের জামাইয়ের কাছে বাড়ি বিক্রি করে টাকা নিয়ে বাড়ির দখল না ছাড়ার উদ্দেশ্য তর্কে জরিয়ে পড়ে। একপর্যায়ে

আপন বোন আনোয়ারাকে পিঠে লাঠি দিয়ে আঘাত করে।
এসময় আনোয়ারার ছেলে শাহিন মাকে বাচাতে আসলে কুদ্দুস ডাকাতের ভাগিনা শাহিনকে কুদ্দুসসহ তার ছেলে মাসুদ,মাসুম রাম দা দিয়ে শাহিনের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম ও কুদ্দুসের ভাগ্নী তানজিনা ২০কে পিটিয়ে হাতের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মামলা সূত্রে। ঘটনার সময়
তাদের আত্বচিৎকারে স্থানীয় বাসিন্দা শাহজাহান জীবনের ঝুকি নিয়ে আহতদের কে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন।
আহতদের পক্ষে বাদী হয়ে এরশাদের স্ত্রী থানায়
মামলা করতে গেলে মুক্তি যোদ্ধা নেতার প্রভাবে থানায় মামলা নেয়নি বলে আনোয়ারা সাংবাদিক দের জানান।

পরবর্তীতে আনোয়ারার আহত ছেলে শাহিন সুস্থ্য হয়ে কুমিল্লা আদালতে গত ২০ জুলাই তার মামাকে প্রধান আসামি ও মামাতো ভাই মাসুদ ও মাসুমসহ পাঁচজন কে বিবাদী করে মামলা করেন।
মামলা টি বিজ্ঞ বিচারক আমলে নিয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগ কে তদন্ত করে রিপোর্ট পেশ করতে আদেশ দেন।
মামলার খবর পেয়ে কুদ্দুস ডাকাত ও তার ছেলে মাসুদ,মাসুম বাড়ি থেকে পালিয়ে যায়।পরবর্তীতে বাদী ও সাক্ষী সূত্রে জানা যায় কুদ্দুস ডাকাত অসুস্থ হয়ে মারা গেছে।
কিন্তু তার ছেলে মাসুদ ও মাসুমের ভয়ে এরশাদের পরিবার আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন। গত ৩ রা আগষ্ট কামাল্লা উত্তর পাড়া কুদ্দুসের বাড়িতে গিয়ে মাসুদ ও মাসুম কে ঘটনার বিষয়ে জানার জন্য খোজ করলে তার স্বজরা বলে তারা বাড়িতে থাকে না।
এদিকে এরশাদের স্ত্রী আনোয়ারা তার অবিবাহিত মেয়ের হাত ভাঙা এক্সে ও ছেলের মাথায় কোপের ছবি নিয়ে হাউ মাউ করে কেদে উঠেন।সাংবাদিকদের বলেন আমাদের মেরে ফেলবে ওরা,প্রশাসনের কাছে বিচার চাই। মাসুদ, মাসুমকে গ্রেফতারের দাবি করছি।আমাদের কাছ থেকে ১৩ লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে বাড়ি বিক্রি করে আমার স্বামীর কাছে এখন বাড়ির দখল ছাড়ে না।প্রশাসনের কাছে আরো দাবি করে বলেন প্রশাসন যেন তাদের কে উচ্ছেদ করে আমার ক্রয় কৃত জায়গা ফিরিয়ে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *