সুন্দরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধান রোপনে সময় ও শ্রমিক সাশ্রয়ে কৃষক

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
বর্তমান কৃষক বান্ধব সরকার কৃষি ফলন বাড়াতে ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে জমিতে ধান রোপনের সু-ব্যবস্থা করেছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান বলেন, ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহার করে ধান রোপন করলে বহুবিধ সুযোগ সুবিধা রয়েছে। যেমন এতে সময় কম লাগে, ধানের লাইন সোজা হয়, ফলে ধানের বীজ কম লাগে, ট্রেরের মাধ্যমে বীজ বপন করায় চারাগাছ আঘাত প্রাপ্র হয়না। যার কারণে দ্রুত ধান গাছ বেড়ে ওঠায় কৃষক আগাম ধান ঘরে তুলতে পারে। সেই সাথে কৃষক শ্রমিক সংকট থেকে রেহাই পান। মাত্র এক লিটার ডিজেল দিয়ে ২বিঘা জমিতে ধান লাগানো যায়। এক বিঘা জমিতে ধান রোপন করতে আধাঘন্টারও কম সময় লাগে। সে মোতাবেক একটি ট্রান্সপ্লান্টার মেশিন দিনে ১৫ হতে ১৬ বিঘা জমিতে ধান লাগাতে পারে। সব মিলে কম খরচে কম সময়ে ফসল উৎপাদন করা যায়। রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ মৌজার
উপ-সহকারী কৃষি অফিসার হারুন অর রশিদ বলেন, এই এলাকায় দিনদিন রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের চাহিদা বাড়ছে। মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করছে।
এই উপজেলায় বর্তমানে বেশ কয়েকটি রাইস ট্রান্সপ্লান্ট মেশিন রয়েছে।
রাডারডিপি প্রকল্পের সহায়তায় বিতরণকৃত রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ব্রি- ৮৭ জাতের আমন ধানসহ বিভিন্ন জাতের ধানের চারা রোপন ইতোমধ্যেই শুরু হয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সাথে কথা হলে তিনি জানান, কৃষককে রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের সাথে পরিচয় ঘটাতে এবং এতে উদ্বুদ্ধ করতে আমরা বিভিন্ন কৃষি গ্রুপকে এই মেশিন আগে ফ্রি দিয়েছি। বর্তমানে অর্ধেক মূল্যে দেয়া হচ্ছে। আগামীতে এর চাহিদা সৃষ্টি হলে পুরো মূল্য দিয়েই কৃষককে এই আধুনিক যন্ত্রটি কিনতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *