নিজস্ব প্রতিনিধি:
পটিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (৩১ জুলাই) বিকালে পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এতে নিজাম আলমদার সভাপতি ও ইরফান সিকদার সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন করা হয়।
পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান,আগামী জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষে নিজাম আলমদারকে সভাপতি ও ইরফান সিকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়া হয়েছে এবং আগামী ৩০কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
পটিয়ায় ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

Leave a Reply