ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
আজ ২ আগস্ট বুধবার জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়ের ১৬২তম জন্মবার্ষিকী। প্রতি বছরের ন্যায় এ বছরও সরকারিভাবে পালিত হবে বিজ্ঞানীর জন্মবার্ষিকীর অনুষ্ঠান। এবারের জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও থাকবেন সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী। স্থানীয় প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।ফলে জন্মবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ স্থানীয়ভাবে আয়োজন করা হয়েছে নানান কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা। অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (সেবা), উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদ। কর্মসূচি অনুযায়ী এ বছরের জন্মবার্ষিকীর অনুষ্ঠান প্রশাসন সহ গুরুত্ব পেয়েছে সর্বমহলে।
কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা সহ গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি। এ উপলক্ষে রোববার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা করা হয়। এছাড়া সোমবার সকালে বিজ্ঞানী পিসি রায়ের বসতবাড়ী পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু বলেন, নির্বাচনী এলাকার উর্বর ভূমিতে বিজ্ঞানী পিসি রায়ের মত বরেণ্য ব্যক্তি জন্মগ্রহণ করে আমাদের ধন্য করেছেন। বিজ্ঞানী পিসি রায় অত্র এলাকা কিংবা বাংলাদেশের গর্ব নয়, তিনি ছিলেন বিশ্ব নন্দিত বিজ্ঞানী।
এমপি বাবু আরো বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রীর পর এবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আগমন করছেন। মাননীয় মন্ত্রীর আগমনের মধ্য দিয়ে বিজ্ঞানী পিসি রায় জাতীয়ভাবে অনেক বেশি গুরুত্ব পাবে। বিজ্ঞানীর বসতভিটা সংরক্ষণ সহ পর্যটনের অনেক সম্ভাবনা সৃষ্টি হবে।
বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত দেশের প্রথম বালিকা বিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সুযোগ সৃষ্টি হবে। এখন থেকে বিজ্ঞানীর কর্মময় জীবন সম্পর্কে সাধারণ মানুষ সহ তরুণ প্রজন্ম অনেক বেশি জানতে পারবে। এদিকে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান।
উল্লেখ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগষ্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ তীরের রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হরিশ্চন্দ্র রায় চৌধুরী ও মাতা ভূবন মোহিনী দেবী। তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, শিল্পপতী, রসায়নবিদ, সমাজসেবক, সমাজ সংস্কারক, সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ।
তিনি কলিকাতার মানিক তলায় ৮শ টাকা পুজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ঔষধ শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঐ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা প্রশাখায় লাখো কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে। পিসি রায় দেশের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কাপড়ের মিল ও জন্মভূমি রাড়ুলীতে একমাত্র সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন।
বিজ্ঞানীর পিতা হরিশ্চন্দ্র রায় জন্মস্থান রাড়ুলীতে ১৮৫০ সালে স্ত্রী ভুবন মোহিনীর নামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যেটি দেশের প্রথম বালিকা বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করেছে। বিজ্ঞানী পিসি রায় একাধারে তিনি ২০ বছর কলিকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের সহকারী অধ্যাপক ছিলেন। বৃটিশ সরকার তাকে ১৯৩০ সালে নাইট উপাধিতে ভূষিত করেন।
এছাড়া একই বছর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়, ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারতের মহিশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। বিজ্ঞানী পিসি রায় ১৯৪৪ সালের ১৬ জুন পরলোক গমন করেন। চিরকুমার এ বিজ্ঞানী জীবনের অর্জিত সকল সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন।
ইমদাদুল হক,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

Leave a Reply