এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: রবিবার ৩০ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, মৎস ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় মৎস ও শিক্ষা সপ্তাহের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বরিশাল ০২ আসনের এমপি মোঃ শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে তিনজন মৎস্যজীবীকে ক্রেস্ট দেয়া হয়। বানারীপাড়া বালিকা বিদ্যলয় জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় পুরস্কার প্রদাণ করা হয়। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।#

Leave a Reply