প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে সুন্দরগঞ্জে আনন্দ মিছিল

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক রংপুর বিভাগীয় মহাসমাবেশে আগমন উপলক্ষে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় স্বাগত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি স্বাগত আনন্দ মিছিল বের হয়ে বামনডাঙ্গা রেল স্টেশন ও পুলিশ তদন্ত কেন্দ্রসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য- আসছে আগামী ২ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় মহাসমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাসসহ বিভিন্ন যানবাহনে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমাবেশে যোগদানের কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *