August 31, 2025, 7:10 am
কে এম সোহেব জুয়েল:-সাংবাদিক জুয়েলের কন্যা জিপিএ- ৫ পাওয়াতে গর্ব শুধু সাংবাদিক জুয়েলের পরিবারের নয় এ গর্ব সকল সাংবাদিক পরিবারের মধ্যে ছড়িয়ে পরেছে বলে এমন কথা বলেন, গৌরনদী প্রেশ- ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমেটির সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হিরা।
তিনি আরো বলেন সাংবাদিকরা দেশের আয়না তাই প্রত্যেক সাংবাদিক ভাইয়েরা তাদের ছেলে সন্তানদের প্রতি সর্ব ক্ষেত্রে সু- নজর রেখে সাংবাদিক পরিবারের অহংকার অক্ষুণ্ণ রাখবেন বলে এমন প্রত্যয় ব্যাক্তও করেন তিনি।
মিথিলা গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের সাংবাদিক কে এম সোহেব জুয়েলের কন্যা। তিনি মাধ্যমিক শিক্ষা রোর্ড বরিশালের অধিনে ২০২৩ ইং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে গতকাল ২৮ জুলাই শুক্রবার বিজ্ঞান বিভাগ নিয়ে ৯ শত ৩৮ মার্কস পেয়ে জিপিএ -৫ উত্তীর্ন হয়েছেন।
তিনি উচ্চ শিক্ষা অর্জনে সকলের দোয়া কামনা ও তার বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করে দোয়ার আহবান জানিয়েছেন।