ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে পুলিশের কড়া নিরাপত্তা সম্পন্ন হয়েছে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল। মিছিলটি নগরীর পাট গুদাম থেকে শুরু করে গাঙ্গিনাপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মিছিল প্রদক্ষিণ করে।
পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় সাজিয়েছিলো কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা। তাজিয়া মিছিল প্রদক্ষিণ হয়েছে এমন এলাকা জুড়ে বিশেষ নিরাপত্তার পাশাপাশি মিছিলের আগে পরে বিশেষ বলয় তৈরি করে রেখেছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিছিলের নিরাপত্তা জোরদার করার লক্ষে কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি ফারুক হোসেন এর নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশের একাধিক টিম।
তাজিয়া মিছিলে নিরাপত্তা ব্যবস্থার গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়পছিলো। ঘরের ছাদে এবং নগরীর প্রতিটি অলিতে গলিতেও আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছে। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে সেসব জায়গায় আগে থেকে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হয়। এ ছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত রাখা হয়।
তাজিয়া মিছিলের এক দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হয়েছে জানিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজিয়া মিছিলকে নিয়ে কোনো ধরনের হিংসাত্মক ও অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কি-না, সে বিষয়ে আমাদের নজরদারি আগে থেকেই ছিলো। সেই অনুযায়ী ব্যবস্থাও আমরা নিয়েছি। নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছি।
ওসি শাহ কামাল আকন্দ জানান- তাজিয়া মিছিল ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মিছিলকে ঘিরে পুলিশের পর্যাপ্ত পরিমাণ সদস্যরা মাঠে কাজ করেছে। মিছিলের আগে সংশ্লিষ্ট স্থানগুলো ডগ স্কয়াট দিয়ে সুইপিং করা হয়েছে।
গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং টিম কাজ করছে। অনলাইনে কোনো ধরনের উসকানি বা গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে কি-না সেটি প্রতিরোধে নজরদারি করা হয়েছে বিধায় একটি শান্তিপুর্ণ তাজিয়া মিছিল উপহার দিতে পেরেছি।
Leave a Reply