কুড়িয়ানা পেয়ারা বাগানে বেড়াতে এসে ভীমরুলের কামড়ে ১৬ ব্যাক্তি আহত

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা:

স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগানে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে ষোলজন ব্যাক্তি আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ শিশু সহ একাধিক নারী পুরুষ রয়েছে। আহতরা সবাই নেছারাবাদ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন তাই তাদের নাম পরিচয় জানা যায়নি। কামড়ে আহতরা সবাই ঝালকাঠি রাজাপুর থেকে নেছারাবাদের কুড়িয়ানা পেয়ারা বাগানে ট্রলারযোগে বেড়াতে এসেছিল।

শুক্রবার দুপুরে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।

ভিমরুলের কামড়ে আহত মুশফিক(২৭) নামে এক যুবক জানান, তারা ট্রলার করে আটঘরের খাল হয়ে আদমকাঠী পেয়ারা বাগান দেখতে যাচ্ছিলেন।এমন সময় চালক ট্রলারটি খালের পাশ দিয়ে চালাচ্ছিলেন। আচমকা ভীমরুলির কামড়ে ট্রলারে থাকা বিশ জনের মধ্য ষোল ব্যাক্তি আহত হয়ে চিৎকার দিচ্ছিল। এসময় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে আনেন।

জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মুশাররাত শবনব জানান, ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতাল থেকে ১৬ থেকে ১৭ জন চিকিৎসা নিয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। কামড়ে আহতের মধ্য কয়েকজন শিশু রয়েছে। তাদের নাম ঠিকানা রেজিষ্টার করা হয়নি।

আনোয়ার হোসেন
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *