পাইকগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, আজহার আলী। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষার্থী সহ বিভিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরুষ্কার প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *