যোগদান করেই ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করলেন ডিবির ওসি ফারুক

স্টাফ রিপোর্টারঃ
যোগদান করেই মাদক, চুরি ছিনতাই প্রতিরোধে ডিবি পুলিশকে কঠোর অবস্থানে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের নবাগত ওসি ফারুক হোসেন। চ্যালেঞ্জের প্রথম দিনেই
ময়মনসিংহবাসীকে সফলতার আলো দেখিয়েছেন তিনি।দায়িত্বের প্রথম দিনেই তার নেতৃত্বে দিক নির্দেশনা মোতাবেক ৩টি চোরাই মোটর সাইকেলসহ দুই চোরকে গ্রেফতার গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ডিবির ওসি হিসেবে পুলিশ পরিদর্শক ফারুক হোসেন যোগদান করেন। এর আগে তিনি কোতোয়ালি মডেল থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এই চৌকস দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা প্রথম দিনেই তার সফলতার পরিচয দিয়েছেন।

নবাগত ওসি ফারুক হোসেনের তত্ত্বাবধানে এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে মুক্তাগাছার গাবতলী বাজারের হৃদয় মোড় থেকে চুরি মামলার আসামী মোঃ আব্দুল মোতালেব ও মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।এ ঘটনায় মুক্তাগাছা থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।

ওসি ফারুক হোসেন বলেন, মাদক, চুরি ছিনতাই রোধে ডিবি পুলিশ কঠোর অবস্থানে থেকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *