পাথরঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি:
নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ।এমন স্লোগান কে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ ২০২৩ পালিত হয়।এরই অংশ হিসেবে পাথরঘাটা শহরের প্রধান সড়ক ঘীরে বর্ণাঢ্য র‍্যালী পাথরঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ আয়োজন করা হয়।রেলী শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।মাছ অবমুক্ত করন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা প্রামান্যচিত্র প্রদর্শন ও সফল মাছ চাষীদের পুরুষ্কার বিতরন অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কবির,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার অপু সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুফল চন্দ্র গোলদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মৎস খাতকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক চাকা আরো বেগবান হবে।আর এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে আগত অতিথিরা জানান দেশের বিভিন্ন এলাকায় মাছধরার বিভিন্ন চোরাই জাল রয়েছে সেগুলোকে জব্দ করতে পারলে মৎস্য খাতকে এগিয়ে নেয়া আরো সহজ হবে।

অমল তালুকদার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *