নেছারাবাদে চলন্ত অটোরিক্সার ধাক্কায় প্রাণ হারালেন ষাটোর্ধ বৃদ্ধ মহিলা

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা:

নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামে অটোরিক্সার ধাক্কায় খোদেজা বেগম(৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা অরোরিক্সা জব্দ সহ চালককে আটক করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসেন। নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে বালিহারি গ্রামের স্বর্নকার বাড়ির রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা বেগম ওই গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী। ঘাতক চালক একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে উজ্জল মিয়া।

নিহতের বড় ছেলে মো: সাইফুল হোসেন বলেন, দুপুরের দিকে তার মা গোসলের জন্য বাসার সামনের রাস্তা পার হয়ে টিওবয়েলের দিকে যাচ্ছিলেন। এমন সময় অটোচালক উজ্জ্বল দ্রুত গতিতে গাড়ী চালিয়ে এসে তার মাকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে সাথে সাথে তার মা খোদেজা রাস্তায় লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনরা ছুটে এসে নেছারাবাদ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান রুহুল আমিন অসিম জানান, ওই বৃদ্ধা তার মামাত ভাইয়ের শাশুড়ি। দুর্ঘটনা ইচ্ছাকৃত হয়নি। অসাবধানতায় হয়ে গেছে। বিষয়টি জানার সাথে সাথে নেছারাবাদ থানার ওসি এবং ইউএনওকে জানিয়েছি।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) জাফর আহমেদ জানান, নিহত বৃদ্ধার আপনজনেরা কেহ কোন অভিযোগ দেইনি। তারা কোন মামলা করবেনা বলে জানিয়েছেন। তাই এ বিষয়ে কোন মামলা হয়নি।

আনোয়ার হোসেন
নেছারাবাদ,পিরোজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *