নিষিদ্ধ মাদক হিরোইনসহ স্বামী-স্ত্রী সহ পৃথক অভিযানে আটক ৪

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে হিরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগছ স্বাগতম গেট সংলগ্ন সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আবু হানিফ হানি (৩৫), হরবাড়ি এলাকার সামসুল হকের ছেলে ও আবু হানিফের স্ত্রী মোছা: মাছুমা খাতুন (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগছ স্বাগতম গেট সংলগ্ন এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আবু হানিফসহ তার স্ত্রী মাছুমা খাতুনকে আটক করে।তারা মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ভজনপুর নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
এসময় তাদের কাছে ৯ গ্রাম হিরোইন ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান।

এদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অভিযানে মাটিয়াপাড়া গ্রামের গাঁজা সহ আটক স্মাইল পৌর খালপাড়া হতে মনির নিষিদ্ধ মাদক সহ অভিযানে আটক ২ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওসার ১৫ দিনের সাজা প্রদান করেন অপরদিকে পুরাতন পঞ্চগড়ের মনিরকে এক মাসে কারাদণ্ড প্রদান করেন আদালত। ইন্সপেক্টর নেতৃত্বে দু’জন কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ /৫ ধারা মোতাবেক গ্রেফতার করে।চলমান অভিযানো থাকবে বলেও মাদকদ্রব্যইন্সপেক্টর জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *