তিন দিনেও খোঁজ মেলেনি রাবেয়ার বৃদ্ধ পিতার আকুতি

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ

পঞ্চগড় সদর উপজেলা হাড়িভাষা ইউনিয়নের খালপাড়া আব্দুল হাই এর দ্বিতীয় মে রাবেয়া বাবার সাথে শেষ দেখা হয়েছিল চার মাস আগে বাবার বাড়িতে বেড়াতে এসে
পরবর্তীতে ঢাকায় উত্তরখান কলেজিয়েট স্কুল এন্ড কলেজ জাহাঙ্গীরের ভাড়া বাড়িতে স্বামী রাজু কে নিয়ে সংসার চলছিল ভালোই ভাবে গত ২২ তারিখ সকাল ১১ ঘটিকায় স্বামী রাজু উত্তর খানের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত খোঁজ মেলেন রাবেয়া। অদ দুপুর বারটার দিকে উত্তরখান থানায় ডাইরি আনায়ন করেন রাজু ডাইরি নং ৯৫০ঢাকা জেলা। ০১৭২ ৯৯৭৬৮০৩ সন্ধান পেলে ঢাকায় এই নাম্বারে ফোন দিবেন মানুষ মানুষের জন্য।

তার ভাই আসাদ বোনের খোঁজ না পেয়ে বাগরুদ্ধ প্রায় কোন দায়িত্বশীল ব্যক্তি খোঁজ পেলে। পঞ্চগড় সদর থানায় অথবা এই নম্বরে ০১৭৩৭০২০০০০ ফোন করে সহযোগিতা তার ছেলেমেয়ে মাকে না পেয়ে দিশেহারা প্রায। চলবে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *