মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের পুরস্কার গ্রহন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ ‘ রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সামনে রেখে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটারিমামে দুদকের বির্তকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই সোমবার উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে এবং বাচিকশিল্পী এস এম তিতুমীরের উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সাবিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দুলাল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ।

এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা আর সামাজিক সচেতনতার প্রতি জোর দিতে হবে ৷ সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, এসব দুর্নীতিবাজদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। মোট আটটি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৷ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার আচর্পট হয় আ.ফ.জি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৷ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নাসফিয়া নাজনীন। উভয় দলের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *