মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক
সম্মেলন আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ২৩ জুলাই রোববার পৌর আওয়ামী লীগের উদ্যোগে সহ-সভাপতি আলহাজ্ব আহম্মেদ আলী সরদারের
সভাপতিত্বে এবং সম্পাদক আমির হোসেন আমিনের সঞ্চালনায় মুন্ডুমালা সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,
উপজেলা কৃষক লীগের সভাপতি ও প্রধান শিক্ষক রাম কমল সাহা, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্রভাষক মুন্সেফ আলী, বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল হক, সম্পাদক রামিল হাসান সুইট ও কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজাপ্রমুখ। আমির হোসেন আমিনকে সভাপতি ও মোহাম্মদ হোসেন মন্টুকে সম্পাদক করে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে একই দিন একই মঞ্চে পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নির্বাচনী কমিটিও ঘোষণা করা হয়। আ,ন,ম আরিফ রায়হান তপনকে সভাপতি ও কাউন্সিলর বোরহান আলীকে সম্পাদক করে পৌর যুবলীগ, বিলকিস বেগমকে সভাপতি ও তাজকেরা খাতুনকে সম্পাদক করে পৌর যুব মহিলা লীগ এবং মারুফ হোসেনকে সভাপতি ও রিফাত আলীকে সম্পাদক করে পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে এসব কমিটিতে নতুন নেতৃত্ব আশায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।অন্যদিকে এসব কমিটির নতুন নেতৃত্ব আগামিতে ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নেতা ও কর্মী-সমর্থকদের কাছে সহযোগীতা কামনা করেছেন। এবিষয়ে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু বলেন, দলে নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক পক্রিয়া। এখানে চাওয়া-পাওয়া, না পাওয়া বা মান অভিমানের কিছু নাই। তিনি বলেন, তাদের রাজনৈতিক অভিভাবক সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী মহোদয়, তিনি যেটা করবেন সেটা ভালোর জন্যই করবেন। কারণ কোনো অভিভাবকই সন্তানের অমঙ্গল চাই না।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *