এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর পৌর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ২১ জুলাই বিকাল পৌনে ৫টার দিকে পৌর বাজারের পৌর ভবনের সামনের মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এদিন বিকাল পৌনে ৫টার দিকে পৌর বাজারের আজগরের লেপ তোষকের দোকানে প্রথমে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের ভয়াবহতা মুহূর্তের মধ্যে পাশের আলমের হোটেলসহ আরও একটি দোকানে ছড়িয়ে যায়। পরে সুজানগর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিসের থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখ নপর্যন্ত জানা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান অগ্নিকান্ডের এ ঘটনায় তাদেও অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Leave a Reply