তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করতে যুবলীগের প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের উন্নতিকরণে ঢাকা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা করেছে সদর উপজেলা যুবলীগ। শুক্রবার দুপুর ১২ শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও পদ যাত্রারসহ বিভিন্ন কর্মসূচির নামে হামলা ভাংচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে ও সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিরোধের আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। সদর উপজেলা যুবলীগ সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন,শহর যুবলীগের সভাপতি সাঈফুল ইসলাম এলান,সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আফজাল হোসেন,সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাকিল মাদবর,যুবলীগ নেতা আল-মামুনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় যুবলীগের মধ্যকার সকল বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে আরো সুসংগঠিত হয়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যরে প্রতিহত ও প্রতিরোধের আহ্বান জানান নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *