বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

‘গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ শুরু করেছে। ২১শে জুলাই শুক্রবার সকাল দশটার সময় পিরোজপুরে নেছারাবাদ উপজেলার বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষ রোপন করে।

বৃক্ষরোপণটির অর্থায়নে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগ এর বিভাগীয় প্রধান প্রফেসর চিন্ময় বেপারী।

বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন, মো: আল আমিন হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানটির বাস্তবায়নে ছিলেন মোঃ এনামুল হক রতন অবঃ সহকারী প্রধান শিক্ষক, বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় ।এ সময় তারা সকলের উদ্দেশ্য বলেন,বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে তা রুখতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। উচ্চ তাপমাত্রার কারণে যেভাবে কার্বন ডাই অক্সাইড বাড়ছে ঠিক সমপরিমাণ অক্সিজেন কমছে। পরিবেশের এই ভারসাম্য রক্ষা করতে সবাইকে গাছ লাগাতে হবে। এখন যারা গাছ লাগাচ্ছে তারা তো বটেই পরবর্তী প্রজন্মও এর সুফল ভোগ করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ সাইফুল ইসলাম, ৬নং ওয়াডের মেম্বর বাবুল বাহাদুর, রিয়াদুল ইসলাম সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক কামাল হোসেন,আলাউদ্দিন মিয়া, শাহীন মিয়া সহ আরও অনেকে।এসময় তারা আমলকি,হরিতকী, আমড়া,আমা, জাম,বকুল,নিম পলাশ সহ নানা প্রজাতির শতাধিক গাছের চারা রোপন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *