যতই স্যাংসান আসুক না কেন র্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না-র্যাব মহাপরিচালক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ৭টি সংগঠন নিয়ে র্যাব চলে। আমাদের উপর যতই স্যাংসান আসুক না কেন র্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না। যে কোনো জায়গায় যে কোন লোকের গায়ে হাত দেয়া র্যাবের কাছে কোন বিষয় না এটা প্রমাণিত সত্য। এলিট ফোর্সকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন সেখানে মাদক ও জঙ্গীবাদের উপর জিরো টলারেন্স দিয়েছেন। যেখানে কোন ছাড় নেই।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় র্যাব আয়োজিত মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আরো বলেন, তারপরেও আমরা মাদকের সাথে পারছি না কারন সমাজের সকল শ্রেনী পেশার মানুষ মাদক যেমন সেবন করছে তেমন ব্যবসা করছেন। এমন অবস্থা তৈরী হয়েছে আমি যে বাহিনীর কথা বলছি সে বাহীনির সদস্যরা মাদক সেবন করছে। যাদেরকে আমরা চাকরিচুত্য করেছি তারা ব্যবসা করে।

তিনি আরো, র্যাবের বিরুদ্ধে দেশি বিদেশী অনেক ষড়যন্ত্র চলছে। আমি আসার পর বলেছি এই স্যাংসান নিয়ে চিন্তা করি না। স্যাংসান নিয়ে সেই ভাববে যার আমেরিকায় রিয়েল স্টেটের ব্যবসা আছে, যে টাকা পাচার করছে। আমাদের টাকাও নেই, রিয়েল স্টেটের ব্যবসাও নেই তাই এ নিয়ে চিন্তাও করি না। র্যাবেকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। আমার কাজ করবো দেশের জন্য, মানুষের জন্য।

এ সমাবেশে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবু আলী খানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *