আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে মানবিক সহায়তার বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।২০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বরিশালের সংরক্ষিত সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা বানারীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জনকে দুই বান্ডিল ঢেউটিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। দেশকে আরো উন্নয়নশীল করার লক্ষ্যে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একজন কর্মী হয়ে দরিদ্রদের সহায়তা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী।এ সময় বক্তৃতা করেন পিআইও ইন্জিনিয়ার মোঃমহসিন-উল-হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদার। উপস্থিত ছিলেন সাংবাদিক এস মিজানুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক রাহাত সুমন।এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।
Leave a Reply