বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার ২০ জুলাই ভোররাতে বানারীপাড়ার দুই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন।
বানারীপাড়ার ফায়ার সার্ভিসের সামনের বাসায় আব্দুর রাজ্জাক হাওলাদার (৬৭) তিনি বার্ধক্য জনিত কারনে ঢাকার আল রাজিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত দুইটা দশ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না…………… রাজিউন)।এসময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ নাতি নাতনী গুনগ্রাহী রেখে যান। তার প্রথম নামাজে জানাজা দুপুর দুইটায় উপজেলা ফায়ার সার্ভিস চত্ত্বর মাঠে অনুষ্ঠিত হয়। এর পূর্বে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন এস আই ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশফোর্স এবং বানারীপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফাতিমা আজরিন তন্বী। দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়ি উপজেলার করফাকরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে উপজেলার বাইশারী গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী চান্দু (৮০) ঢাকার সেফা প্রাইভেট হাসপাতালে ভোর তিনটা পয়তাল্লিশ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না…….রাজিউন)। এসময় তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি নাতীসহ অংসখ্য গুনগ্রাহী রেখে যান। তাকে দুপুর আড়াইটায় আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন এস আই ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশ ফৌর্স এবং বানারীপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফাতিমা আজরিন তন্বী। জানাজা নামাজের শেষে মরহুম মুক্তিযোদ্ধাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১,২ আসনের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস। বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, মহিলা আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা,বানারীপাড়া পৌর মেয়র এড: সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা সহ প্রমুখ।
Leave a Reply