পাথরঘাটায় ছাত্রদল নেতা সন্ত্রাসী হামলায় আহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওমর সানি’র ওপর দুর্বিত্তরা সন্ত্রাসী হামলা করেছে । এতে সানি গুরুতর রক্তাক্ত যখম হযেছে। আজ বেলা ১২ টায় চরদুয়ানী বাজারে ওই হামলার ঘটনা ঘটে।
সানির বাবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, গত ১৮ জুলাই বরগুনায় বিএনপির ১ দফা দাবির পদযাত্রার প্রাককালে সাবেক এমপি নুরুল ইসলাম মনি সাহেবকে দেখে ভুয়া শ্লোগান তোলে কতিপয় বিএনপি কর্মীরা। এর জের ধরে আমার ছেলেকে ওই ভুয়া স্লোগান দেওয়ার সন্দেহে নুরুল ইসলাম মনির কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসীরা মেরে রক্তাক্ত যখন করেছে। পরে সানিকে পারথরঘাটা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন।
দুর্বৃত্তরা হচ্ছে উপজেলা চরদুয়ানি ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে স্বপন, মোয়াজ্জেমের ছেলে ইব্রাহিম ও রাশেদ আকনের ছেলে আলামিন।

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *