মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন  মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এসময় কলেজে র শিক্ষার্থীরা বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানতে উপস্থিত ছিলেন। 
মুন্সীগঞ্জ পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন,সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সিদ্ধার্থ শষ্কর বিপন, সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক মিয়াসহ পূবালী ব্যাংকের কর্মকর্তা বৃন্দ।
এসময় প্রধান অতিথি আব্দুল হাই তালুকদার পূবালী ব্যাংকের বিভিন্ন সার্ভিস নিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন ধরনের হিসাব খোলা, ডিপোজিট হিসাব খোলা, স্কুল ব্যাংকিং হিসাব খোলা, রেমিট্যান্স উত্তোলন, ফরেইন এডুকেশন খোলা, ক্রেভিট কার্ড প্রদান, পাই ব্যাংকিং মোবাইল অ্যাপস এবং অন্যান্য সার্ভিস বিষয় তুলে ধরেন।

Leave a Reply