নড়াইলে বাবলু শেখ হত্যা মামলায় দুই চাচাতো ভাই র‌্যাবের অভিযানে গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামে তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবলু
শেখ হত্যা মামলায় আপন দুই চাচাতো ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান
ব্যাটালিয়ন র‌্যাব-৬ (যশোর) এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো ওই গ্রামের
মৃত আজমল শেখের দুই ছেলে রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখকে (৪০)। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ১৮ জুলাই দুপুরে র‌্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা
হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ জুলাই রাতে তথ্য প্রযুক্তি
ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের
একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা এবং ডিএমপি ঢাকার
মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এই হত্যাকান্ডের
মূলহোতা নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখকে(৪০) গ্রেফতার করা
হয়। গ্রেফতারৃকত আসামীরা আপন দুই ভাই। তাদের পিতার নাম মৃত আজমল শেখ।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার
করেছে। আসামীদেরকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১১জুলাই সকালে আসামী রিপন শেখ ও তার লোকজন জমির সীমানায়
থাকা একটি তালগাছ কাটতে যায়। খবর পেয়ে বাবুল শেখ ঘটনাস্থলে পৌঁছে গাছ
কাটতে বাধা দেয়। তখন আসামী রিপন শেখ ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের বুকে
আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন বাবলু শেখকে লোহাগড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
এ ঘটনায় গত ১২ জুলাই নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায়
২৭জনকে আসামী করে মামলাটি দায়ের করেন (মামলা নং-১২)। এর মধ্যে দুজন
আসামীকে গ্রেফতার করা হলো।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন,‘ বাবলু শেখ হত্যা
মামলায় র‌্যাব-৬ এর একটি টীম দুজন আসামীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর
করেছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *