নলছিটিতে ইজিবাইক চালককে অচেতন করে বাইকের ব্যাটারী ছিনতাই

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ইজিবাইক চালককে অচেতন করে বাইকের ব্যাটারি ছিনতাই করা হয়েছে । মঙ্গলবার(১৮জুলাই ২৩) সকালে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ সড়ক থেকে অচেতন অবস্থায় চালক মো. মোতালেব খান(৫৬) কে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকালে ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার সড়কে একটি ইজিবাইকে একজনকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা জানায়, সে ভাড়ায় ইজিবাইক চালাতো। গতকাল রাতে সে বাড়ী ফিরেনি। এসময় তার ইজিবাইকের ব্যাটারির বক্স ভাঙ্গা ও ফাঁকা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাতের কোন একসময় তাকে চেতনানাশক খাইয়ে তার বাইকের ব্যাটারি ছিনতাই করা হয়েছে।

আহত ইজিবাইক চালক ঝালকাঠি জেলা সদর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ইছাহাক খানের ছেলে মো.মোতালেব খান(৫৬)। বর্তমানে সে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত(ওসি) মু.আতাউর রহমান জানান,খবর পেয়ে আহত চালককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইক মালিকের জিম্মায় রাখা হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *