আগৈলঝাড়ায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা যুবলীগের প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

দলের নেতা-কর্মীদের সু-সংগঠিত রেখে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে কৌশল বাস্তবায়নের মাধ্যমে বরিশাল-১ আসনে নৌকার একমাত্র প্রার্থী জাতির পিতার ভাগ্নে, বর্তমান এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পূর্নাঙ্গ কমিটি অনুমোদনের পরে সংগঠনের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হলো।উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
তিন ঘন্টার রুদ্ধদার বর্ধিত সভায় প্রধান অতিথি আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে করণীয় কর্ম-কৌশলের বিষয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।বিশেষ বর্ধিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত ফয়জুলসহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সভায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইকসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *