মাগুরায় অ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন

রক্সী খান মাগুরা প্রতিনিধি : সেবাখাতে পরিচালিত অ্যাম্বুলেন্সের আয়কর মুক্ত নীতিমালা সহ বিভিন্ন দাবীতে মাগুরায় অ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছ।

আজ সোমবার দুপুর ১২টায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা আ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি সভাপতি নাসিরুল হক মিলন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম। মানববন্ধনে জেলার ৬০ টি অ্যাম্বুলেন্সের মালিক , ড্রাইভার ও হেল্পার অংশ নেয়।

এ সময় তারা অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা , আয়করমুক্ত নীতিমালা, আট সিটের অনুমোদন, সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা, সড়ক, সেতু ও ফেরিতে টোল মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে অ্যাম্বুলেন্সের বহর নিয়ে একটি শোভাযাত্রা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গীর মোড়,ঢাকা রোডসহ প্রধান প্রধান সড়ক ঘুরে ভায়না মোড়ে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে এসে শেষ হয়।

রক্সী খান মাগুরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *