ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্যের সাথে চাল বিতরণ উদ্বোধন করলেন ডিসি

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহ জেলায় টিসিবি ডিলারদের মাধ্যমে অন্যান্য পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ই জুলাই) সকাল ৯টায় জেলার সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজার রহমান।

জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, টিসিবির পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রয় কার্যক্রমের কোন অনিয়ম দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা টিসিবির পণ্যের মাধ্যমে খাদ্য সামগ্রী নিম্ন আয়ের কার্ড দারি ফ্যামিলিদের মাঝে বিতরণ করা হবে।ঘাগড়া ইউনিয়নে দিনব্যাপী কার্ড দারি ফ্যামিলিদের মাঝে বিতরণ চলবে।

জানা গেছে-প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জুলাই মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করা হয়েছে। তারই অংশ হিসাবে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি।এতে প্রথমবারের মতো ৩০ টাকা কেজি দরে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এ ছাড়া এবার সয়াবিন তেল, চিনি ও ডালের সঙ্গে ৩০ টাকা দরে পাঁচ কেজি ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল কিনতে পারবেন ক্রেতারা। রবিবার সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে আয়োজিত ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ হোসাইন। ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানের সার্বিক ব্যবস্থাওনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় ইউপি সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান-কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে এ চাল যুক্ত হবে বলেও জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *