May 9, 2025, 2:13 pm
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নং চণ্ডিপুর ইউনিয়নের নৌকার মাঝি হলেন প্রয়াত এমপি গোলাম মোস্তফার ছেলে গোলাম মোস্তফা মাসুম।
জানা গেছে, সোমবার সকাল ৮ টা হতে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটে সরকার দলীয় মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা মাসুম(নৌকা প্রতিক) ৪৯৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ( টেবিল ফ্যান প্রতিক) ৩৫০৮ ভোট পেয়েছেন।
উল্লেখ্য- সীমান্ত জটিলতার কারণে অন্যান্য ইউনিয়নের ১৮ মাস পরে চণ্ডিপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলো। এছাড়া গাইবান্ধায় আরও ৩টি ইউনিয়নের নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে।