বানারীপাড়ায় নতুনমুখের-৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী।। দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা

এস মিজানুল ইসলাম,বিশেষ সংবাদদাতা।।শনিবার ১৫ জুলাই বিকেল ৪ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা, সাহিত্য উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আবুল কালাম আজাদ। ওপার বাংলার কবি শ্রী শংকর এর লেখা ‘আমি যুদ্ধ নগরী থেকে বলছি’ ও কবি সজল শ্যাম এর লেখা ‘যুদ্ধে আছি প্রেমেও’ কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট কবি তপংকর চক্রবর্তী ।
নতুনমুখ সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রগতি লেখক সংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এস, মিজানুল ইসলাম ও শিক্ষিকা ইসরাত জাহান মুন্নির সঞ্চালনা করেন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্রশীল, বরিশাল খেলাঘর আসর (বরিশাল) এর সভাপতি পংকজ রায় চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রহিম, অধ্যাপক নজমুল হোসেন আকাশ, বরিশাল প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, ওপার বাংলার কবি ও লেখক শ্রী শংকর, সজল শ্যাম, অধ্যাপক অরুন অধিকারী, ড.অমৃত লাল বিশ্বাস।
এ ছাড়াও দেশীয় লেখক ও কবি দীনেশ মন্ডল, সহকারী অধ্যাপক কবি আশরাফুল হক সুমন, কবি শাহিন ভূইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেবাশীষ দাস, সাংবাদিক মোঃ কাওসার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবুর রহমান বাবুল প্রমুখ। সন্ধ্যায় নতুনমুখ সংগীত বিদ্যালয়, অগ্নিবীনা খেলাঘর আসর, তরুলতা খেলাঘর আসর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *