বিনা পরোয়ানায় গ্রেফতারের আইনের আপিল শুনানীর অনুমতি দেয়া হয়েছে-এ্যাটর্নী জেনারেল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশের এ্যাটর্নী জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, বিনা পরোয়ানায় গ্রেফতারের যে আইনটি আছে সে অনুয়ায়ী একটি গাইড লাইন ঠিক করে দেয়া হয়েছিল। কিন্তু গাইড লাইনগুলো আইনে না থাকায় আপিল করা হয়েছিল। এখন আপিল শুনানীর অনুমতি দেয়া হয়েছে, আপিল শুনানী হবে। কয়েকটি গাইন লাইনের উপর আমাদের আপত্তি ছিল, এখন তারা এ বিষয়ে লিভ দিয়েছেন।

আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মামলা জট নিয়ে এ্যাটর্নী জেনারেল আরো বলেন, আদালতে এখন মামলা জট অনেক কমে এসেছে। অনেক মামলার শুনানী হচ্ছে, বিশেষ করে বিচারিক আদালতে মামলা দায়ের থেকে নিস্পত্তি বেশি হচ্ছে। হাইকোর্টে ২০২২ সালে ৩০টিরও বেশি ফাঁসির মামলার শুনানী হয়েছে। যেটি এর আগে কখনো হয়নি। এখন মামলা নিস্পত্তির হার বেশি হওয়া মামলা জটও কমে এসেছে।

তিনি আরো বলেন, বার কাউন্সিলের নির্বাচনের পর নির্বাচিত সদস্যরা জাতির পিতার সমাধি জিয়ারতের উদ্দেশ্যে আমরা সবাই এসেছি। আমরা যথনই সুযোগ পাই তখনই এখানে আসি শ্রদ্ধা জানানোর জন্য, বাঙ্গালী হিসাবে কৃতজ্ঞতা জানানোর জন্য।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ্যাটর্নী জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান বাদল, লিগ্যাল অ্যাডুকেশন কমিটির চেয়ারম্যান আব্দুল বাতেনসহ বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান, নির্বাচিত সদস্যগণসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *