বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তার চাল বিতরণ

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: শনিবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের আলতা আশ্রায়নের বাসিন্দাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সদর ইউনিয়নের চেয়ারম্যান আ:জলিল ঘরামী, ভূমিহীন বর্তমান আবাসন প্রাপ্ত মরিয়ম বেগম প্রমূখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ উপজেলা পর্যায়ের নেতা এটিএম মোস্তফা সরদার, অধ্যাপক জাকির হোসেন, এস মিজানুল ইসলাম। অনুষ্ঠানে ২০ কেজি করে চাল ১২৭ জনকে বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সলিয়াবাকপুর মহিষাপোতা আশ্রয়নে ২০ কেজি করে ১৮৭ জনকে চাল বিতরণ করা হয়।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *