পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর নের্তৃবৃন্দ মানবেতর ফেরীওয়ালা ও প্রতিবন্ধি অভিভাবক এবং ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর আজীবন দাতা সদস্য লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদে ওই সক্ষাত করেন। এ সময়
আগামী ২৩শে ফেব্রুয়ারি,২০২৪ ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর ২৫ বৎসর পূর্তি উপলক্ষে মঠবাটীতে ২ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার বিষয় আলোচনা হয়। প্রতিবন্ধীদের জন্য সাহায্য, খেলাধুলা, সাধারণ শিশুদের জন্য নৃত্য,গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিকার সাময়িকী প্রকাশনার উদ্দোগ গ্ৰহন করা হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়,সম্পাদক মিলন রায় চৌধুরী, ট্রাস্টি দুলাল চন্দ্র বিশ্বাস, ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ট্রাস্টি অজকের পত্রিকা, দৈনিক সংবাদ পাইকগাছা প্রতিনিধি সাংবাদিক এসএম বাবুল আক্তার। ১৬জুলাই,২০২৩রবিবার আনুষ্ঠানিক ভাবে ‘প্রতিকার” প্রকাশনা কাজের উদ্বোধন করবেন প্রতিকারের প্রধান উপদেষ্টা কেএম আরিফুজ্জামান তুহিন।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।
Leave a Reply