নাচোলে এক নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে যায়

মোঃ মনিরুল ইসলাম, নাচোল চাঁপাইনবাবগঞ্জ
প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল মধ্যে বাজারের নারী উদ্যোক্তা ও আওয়ামীলীগ নেত্রী রঞ্জনা রানীর স্বপ্ন পুড়ে ছাঁয়! ঘটনার পরে তিনি হতাশায় ,দুঃচিন্তায় সজ্ঞাহীন হয়ে পরেন। তার নিজ বাড়ি সংলগ্ম সান লেডিস টেইলার্স নামে একটি বানিজ্যিক প্রতিষ্ঠাটি গড়ে তুলেন। ২০২৩ সালে জনতা ব্যাংক থেকে ওই নারী উদ্যোক্তা হিসাবে প্রায় ২লক্ষ টাকা ঋণ নেয়। সেই ঋণের টাকা দিয়ে দোকানে বিভিন্ন মালামাল তুলেন। সেই টেইলার্স থেকে তার উপার্জিত অর্থ দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। এর পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে মহিলা আওয়ামালীগের রাজনীতির সাথে জড়িত থেকে নারী ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন ভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে দর্জি প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি নির্যাতিত নিপিড়িত মানুষের সুখ-দুখের কান্ডারী হিসাবে পরিচিত। তিনি রাজনীতিতে লড়াই সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি বিগত জামায়াত বিএনপির সরকারের আমলেও মাঠে থেকে মানুষের অধিকার আদায়ের জন্য নারীদেরকে নিয়ে মাঠে থাকতেন। তিনি নাচোল পৌর নির্বাচনে ২বার মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করেন। সেই নেত্রীর প্রতিষ্ঠিত সান লেডিস ঠেইলার্স এ গত বৃহস্প্রতিবার গভীর রাতে বৈদ্যুতিক শটর্ সার্কিট হয়ে আগুন লেগে যায়। রঞ্জনা রানী জানান, ওই দিন রাত ১০টার সময় কাজ করে ঘুমাতে যায়। প্রায় ভোর ৫টার দিকে আমার বড় দাদা সাদানন্দ ঘর থেকে আগুন ও ধোয়া দেখেতে পায়। তার চিৎকারে আমর বাড়ীর লোকজনসহ এলাকাবাসী উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগে খবর দিই। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগে লোক এসে আগুন নেভায়। ততক্ষনে আমার দোকানের চেয়ার টেবিল, কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে সব শেষ হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *