এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় ট্রলি চাপায় রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মৃত রহম আলী (রহমান) ডাকুয়ার স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাট ব্রিজের পূর্ব পাড়ের ঢালে সংযোগ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রক্তচাপের ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রলির চাপায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চালক পালিয়ে যেতে পারলেও ট্রলিটি স্থানীয়রা আটক করে। ওই ট্রলির মালিক পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শিবু দাস বলে জানা গেছে।
এ ব্যাপারে ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#
Leave a Reply