পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় মা-ছেলে আহত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় অতর্কিত ভাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মা ছেলে আহত হয়েছে। বাক্স থেকে নিয়ে গেছে ৫০ হাজার টাকা। বুধবার দুপুরে উপজেলার ভিলেজ পাইকগাছার জনাব আলী সরদারের বাড়ীতে স্থানীয় মোমিন সরদারের ছেলে আলমগীর(৩২) ও তুফাজ আলীর ছেলে গোলাম রসুলসহ(৪৫) কয়েকজন এ হামলা চালায়। কথা কাটাকাটির এক পর্যায়ে তদের লাঠি পিটা করে। যাতে আহত হয় জনাবের স্ত্রী জেসমিন আক্তার (৪৬) ছেলে মোস্তাফিজুর রহমান(২৫)। তাদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সুযোগে তারা ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জনাব আলী ছেলে মোস্তাফিজুর রহমান জানান। স্থানীয় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শারমিন মোস্তাফিজুর রহমানের দেড় মাস আগে থেকে ৪’শ টাকা পাবে বলে জেসমিন জানান। উক্ত টাকা দিতে দেরি হওয়ার কাপড় ব্যবসায়ী তার দেবর আলমগীরকে টাকা আদায় করতে বললে সেখানে যেয়ে এ ঘটনা ঘটায়। প্রতিপক্ষ আলমগীর জানায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *