May 9, 2025, 11:38 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ,ঃ
মারা যাওয়া বিজিবি সদস্য মাহবুব রাতে চির নিদ্রায় শায়িত হলেন স্থানীয় গোরস্থানে কুড়িগ্রামে টহলরত অবস্থায় মারা যাওয়া বিজিবি সদস্য মাহবুব আলমের (৩১) । একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার।।
মাহবুব আলমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া গ্রামে। মাহবুব লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
মাহবুবের বাবা আব্দুল গফুর ছেলের মৃত্যুর কথা শুনে বাঘরুদ্ধ
সকালে মাহবুবের গ্রামে বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বারবার মুর্ছা যাচ্ছেন মা মোহছেনা বেগম। ৬ মাসের শিশুকে বুকে জড়িয়ে নির্বাক স্ত্রী মাজেদা বেগম। মাহবুবের মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা।
, মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিজিবি সদস্য মাহবুব।
পঞ্চগড় হতে মো ঃ বাবুল হোসেন