নল‌ছি‌টি‌তে যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকা‌ঠির নল‌ছি‌টি‌তে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তর ও যুমুনা টিভির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্য বার্ষিকী উপলক্ষে স্বজন সমা‌বেশ, স্মরণ সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ জুলাই, বৃহস্প‌তিবার দুপুর সা‌ড়ে বা‌রোটায় নল‌ছি‌টি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ স্বজন সমা‌বেশ, স্মরণ সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্বজন সমা‌বে‌শে নল‌ছি‌টি সরকা‌রি ডিগ্রী ক‌লে‌জের সা‌বেক সহকা‌রি অধ‌্যাপক মো. শামসুল আলম বাহার স‌্যা‌রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি ও নল‌ছি‌টি উপ‌জেলার চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. সি‌দ্দিকুর রহমান ।

উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মিলন কা‌ন্তি দা‌সের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নল‌ছি‌টি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থে‌কে বক্তব‌্য দেন নল‌ছি‌টি গার্লস স্কুল আ‌্যান্ড ক‌লে‌জের প্রধান শিক্ষক মো. জ‌লিলুর রহমান আকন্দ, নল‌ছি‌টি সরকা‌রি মা‌র্চেন্টস মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার রানা, প্রেস ক্লা‌বের সহ সভাপ‌তি ও বি‌সি‌ডিএস সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. ইউছুফ আলী তালুকদার, পৌর আওয়ামীলীগ সভাপ‌তি ও সাংবা‌দিক মো. ফারুক হো‌সেন, শিক্ষক ও সাংবা‌দিক মো. আ‌মির হো‌সেন, প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি মো. আব্দুল কুদ্দুস তালুকদার, বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. হা‌বিবুর রহমান, বি‌শিষ্ট আওয়া‌মিলীগ নেতা ও সা‌বেক জেলা প‌রিষদ সদস‌্য খোন্দকার মো. মু‌জিবুর রহমান, পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আ. ওয়া‌হেদ খান।

নল‌ছি‌টি উপ‌জেলার দৈ‌নিক যুগান্তর প‌ত্রিকার প্রতি‌নি‌ধি মো. এনা‌য়েত ক‌রি‌মের স্বজন সমাবেশ আ‌য়োজ‌নে আরও উপস্থিত ছিলেন সাংবা‌দিক ও কুলকা‌ঠি ইউ‌নিয়ন চেয়ারম‌্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, সা‌বেক উপ‌জেলা যুবলীগ আহ্বায়ক মো. দুলাল শরীফ, উপ‌জেলা ছাত্রলীগ সভাপ‌তি অ‌নিক সর্দার, প্রিন্ট ও ই‌লেকট্রনিক মি‌ডিয়ার গণমাধ‌্যম কর্মী, শিক্ষক, রাজনী‌তিবীদ, সুশীল সমা‌জের নেতৃবৃন্দ ও স‌র্বোস্ত‌রের জনসাধারন ।

অনুষ্ঠান শেষে শিল্পপতি নুরুল ইসলাম বাবু‌লের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা ক‌রেন নল‌ছি‌টির ইসলা‌মিয়া ফা‌জিল মাদ্রাসার অধ‌্যক্ষ ও থানা মস‌জি‌দের পেশ ইমাম মাওলানা মো. বাহাউ‌দ্দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *