নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার, খড়বোনা জামে মসজিদের ইমাম মাওলানা শোয়াইবুর রহমান ১২ জুলাই সকাল ১১ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ সন্ধ্যা ৬.০০ টায় গোদাগাড়ী ইউনিয়নের আতাহার গ্রামে দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী জেলা পশ্চিম শাখার আমীর অধ্যাপক আবদুল খালেক, জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারী ড. ওবায়দুল্লাহ, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা সহ-সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, উপজেলা আমীর নুমায়ুন আলী।
তিনি মাদ্রসার জন্মলগ্ন থেকে মাদ্রসাটিকে এমপিও করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নি। বেতন ভাতা ছাড়াই পৃথিবী চলে গেলেন। তার মৃত্যুতে গোদাগাড়ী আলেম ও শিক্ষক সমাজের মাঝে গভীর শোক নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।
Leave a Reply