পাইকগাছায় ফুফুর হারির টাকা না দিয়ে জমি জবর দখলের চেষ্টায় ভাইপোর নামে অভিযোগ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ফুফুর জমির হারির টাকা না দিয়ে জমি জবর দখলের অপচেষ্টা করায় ভাইপোর নামে অভিযোগ হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের তকিয়া গ্রামে খাদিজা বেগমের বাড়ি। তার বাবার বাড়ি মটবাটি গ্রামে। বাব মারা গেছেন। তার পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে। ভাইয়েরা বোন খাদিজার প্রাপ্য ৩৯ কাটা জমি পরানমালি বিল থেকে বুঝিয়ে দেয় এবং সে জমি বুঝে নিয়ে হারিতে লীজ দেয়। তবে তার মেজভাই কেছমত মোড়ল মারা যাওয়ায় তার ছেলে রাজু মোড়ল আর্থিক সংকটের মধ্যে পড়ে। এ কারণে ভাইপো রাজুকে জমি লীজ দেয় ফুফু খাদিজা। রাজু ফুফুর জমি লীজ নিয়ে হারির টাকা না দিয়ে প্রায় আট মাস তালবাহানা করে চলেছে। সর্ব শেষ জুলাই মাসে রাজুকে হারির টাকা দিতে বলে নাহলে জমি ছেড়ে দিতে বলে। এতে রাজু হারির টাকা দিবে না এবং জমিও ছাড়বে না বলে ফুফুকে হুমকি দেয়। এ ঘটনায় খাদিজা হারির টাকা পেতে ভাইপো রাজুর বিরুদ্ধে গদাইপুর ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে। চেয়ারম্যান ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আজিজকে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেন। এ বিষয়ে বাদী খাদিজা জানান, হারির টাকা পেতে চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় ভাইপো রাজু ক্ষিপ্ত হয়ে আমার ঘেরের বাঁধ কেটে কাটিজাল টেনে লক্ষাধিক টাকার মাছ মেরে ক্ষতি করেছে। এ বিষয় জানার জন্য রাজুকে মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি। ইউপি সদস্য আব্দুল জানান, আমি উভয় পক্ষকে নোটিশ করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। এই ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে অশান্তি বিরাজ করছে। তাছাড়া রাজু যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে বাদী আশঙ্খা করছে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *