লিজেন্ড ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন

পটিয়া প্রতিনিধি:
লিজেন্ড ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠান গতকাল বিকালে
সংগঠনের সভাপতি, কাইয়ুম চৌধুরী আকাশের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায়, এতে উদ্বোধক ছিলেন লিজেন্ড ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান সাজ্জাদ হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের সভাপতি মোঃ আয়েছ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজেন্ড ফাউন্ডেশন সংগঠনের সাবেক সভাপতি আব্বাস হোসেন রনি, আবুল হাশেম।
সংগঠনে বক্তারা বলেন, লিজেন্ড ফাউন্ডেশন সংগঠনের ২০১৭ সালের ২রা জুলাই থেকে সামাজিক পরিবর্তনের মাধ্যমে সুষ্ঠ সমাজ বিনির্মানে শিক্ষা, শান্তি, সেবা, প্রগতি মুলমন্ত্রকে ধারন করে এগিয়ে যাচ্ছে। উক্ত আলোচনা সভায় সংগঠনের আগামী কার্যক্রম তুলে ধরা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আরাফাত কবির, মোঃ আবু জুনায়েদ আসাদ, মোঃ আবু সুফিয়ান আরাফাত, মোঃ আরমান, মোঃ ওসমান গনি, আলিম উদ্দিন, হেলাল উদ্দিন, হাসান তানভীর, মোঃ সৈয়দ আহমেদ, মোঃ ইফতেকার হোসাইন সহ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *