কে এম সোয়েব জুয়েল।
গৌরনদীতে গভীর রাতে বোমা বিস্ফোরণ করে নাশকতার সৃস্টি করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে গৌরনদী থানার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ফোরকান হোসেন হাওলাদার বোমা বিস্ফোরণ ঘটনার কথা শুনে ওই এলাকায় গতকাল বৃহস্পতিবার ৬ জুলাই সন্ধ্যায় ঘটনা স্হান পরিদর্শন করে ঘটনায় জড়িতদে যথাযথ ব্যাবস্হা নেয়ার কথা জানিয়েছেন স্হানিয়দের।
গত ৬ জুলাই দিবা গত রাত ১২ : ৩০ মি: সময় বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উ: সাকোকাঠি গ্রামের সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মুখে এ ঘটনা ঘটালে হাসপাতালের চিকিৎসা ধীন রুগি ও কর্রমরতদের ভিতর ব্যাপক ভীতি সঞ্চারিত হয়ে তারা হাসপাতালের ভিতরে বসে এদিক সেদিক ছোটা ছুটি করার এক পর্যায় হাসপাতালের জানালা খুলতেই দ্বিতীয় বারের মতে আবারো বোমা বিস্ফোরণ ঘটিয়ে হাসপাতালের কর্মরতদের ভিতরে জেতে বলেন।
এ ঘটনা হাসপাতাল কর্তীপক্ষকে অবহিত করেন, ওই রাতে কর্মরত আয়া ঝুমা ও নৈশ প্রহরী মো: ইউনুস বলেন গত ৬ জুলাই রাত সারে বারোটার দিকে হাসপাতালের সম্মুখে বোমা বিস্ফোরণ ঘটালে তারা ভীতসন্ত্রস্ত হয়ে জেগে উঠে জানালা খুলতেই দ্বিতীয় বারের মত বোমা বিস্ফোরণ ঘটান উ: সাকোকাঠি গ্রামের ইব্রাহিম বেপারীর পুত্র বখাটে ছোলায়মান ২২। তিনি (সোলায়মান) একই গ্রামের সামসুল হক মোল্লার পুত্র মেহেরব আলম শুভর এনজিওর ব্যাবসা প্রতিস্টানে পিয়োন হিসেবে দীর্ঘ দিন থেকে কাজ করে আসছে। তার পৃষ্ঠপোশকতায় থেকে নানান অপরাধ করে আসছেন ছোলায়মান। উল্লেখ্য, মেহেরব আলম শুভ ওই হাসপাতালের দশ সদস্যের একাংশ মালিক হিসেবে নিয়োজিত থেকে তার অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারায় তার কর্মরত পিয়ন দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন বলে, হাসপাতালে জড়িত প্রাই সদস্যদের মধ্য এমনটাই বোধ করছেন। তাই এই অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনে সুদৃষ্টি কামনা করছে হাসপাতালে কর্তৃীপক্ষ ও সচেতন মহলের লোকজন।

Leave a Reply