গোপালগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের চাঞ্চল্যকর ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন সাহাকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আজ শুক্রবার (৭ জুলাই) সকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬। এর আগে বৃহস্পতিবার (০৬ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী সুমন সাহার বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার।

র‌্যাব-৬ জানায়, হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন সাহা ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৬ এর একটি দল। পরে ওই স্থান থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন সাহাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ আরো জানায়, ২০১২ সালের ২ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তাড়ীহাটি গ্রামের ব্যবসায়ী দুলাল শেখ নিজ বাড়ী থেকে বাজারে যবার কথা বলে বের হলে আর ফিরে আসেনি। পরদিন ০৩ জুন সকালে উপজেলার গোহালা নদীর তীরে দুলাল শেখের পরিহিত রক্তমাখা সেন্ডেল ও চশমাসহ অন্যান্য আনুষাঙ্গিক মালামাল দেখতে পায়। নদীতে খোঁজ করে মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় ২০২১ সালের ২৬ অক্টোবর বিজ্ঞ আদালত সুমন সাহাসহ ৫ আসামীকে মৃত্যুদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এরপর মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী সুমন সাহা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন পালিয়ে ছিল। গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *