মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদেও সামনে “মহাগ্রন্থ আল-কুরআন” পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলাম কেশবপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৭জুলাই জুম্মবাদ বিক্ষোভ মিছিলটি কেশবপুর শহরের বকুলতলা হাবিবগঞ্জ জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে এসে শেষে পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কেশবপুর শাখার আমির অধ্যাপক মোক্তার আলী, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, জামায়াতে ইসলাম উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওয়াজিউর রহমান ও কর্মপরিষদ সদস্যকৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, মাওলানা রেজাউল ইসলাম, সদস্য মাওলানা আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে আল কুরআন পোড়ানোর ঘটনায় সারাবিশ্বের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে জানিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কেশবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Leave a Reply